আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে শাকিল হোসেন (২২) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ওই যুবতীকে এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) পরিমল কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই কারাদণ্ডাদেশ প্রদান করেন।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুরের বিরামপুর পৌর এলাকার রেলস্টেশন এলাকার ঢাকা বোর্ডিং নামের একটি কক্ষ থেকে অসামাজিক কার্যকলাপের অপরাধে তাদের আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, ‘রেলস্টেশন এলাকায় ঢাকা বোর্ডিং নামের এক আবাসিক হোটেলের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে দেহব্যবসা করার অভিযোগ আছে। এমন অভিযোগে বুধবার রাত ৯টার দিকে ওই আবাসিক হোটেলে অভিযান চালানো হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক যুবক শাকিলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও যুবতীকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সূত্র: কালের কণ্ঠ
‘জেনারেল সোলাইমানি হত্যায় আরও চাঞ্চল্যকর তথ্য’
‘অনেক ভেবে বুঝেছি- আমাকে আমি অনেক আগেই হারিয়েছি’
রিছাং ঝরনায় পা পিছলে পড়ে ২ পর্যটকের মৃত্যু
স্বামীর 'গোপন অঙ্গ' কেটে বিচ্ছিন্ন করল স্ত্রী!
টয়লেটে যাওয়ার কথা বলে নববধূ উধাও
news24bd.tv / কামরুল