লেখক-শিল্পীদের কাছে ২০২১ সালের আবেদন!

লেখক-শিল্পীদের কাছে ২০২১ সালের আবেদন!

Other

বাংলাভাষার তরুণ শিল্পী/ সাহিত্যিক/কবিদের প্রতি আমার ক্ষুদ্র আবেদন আছে! মনে রাখবেন, লেনাফেনা খেয়ে কিংবা ক্ষমতার দালালী করে কেউ  কখনো ভালো কবিতা কিংবা শিল্পকর্ম সৃষ্টি করতে পারেননি, অন্তত বাংলাদেশে।

হয়তো দুয়েকটা পুরস্কার মিলতে পারে। তার বেশি কিছু নয়! আমার স্বল্প জানা-শোনায়, দুনিয়াব্যাপী তাই। যখনই দালালী করতে যাবেন সাহিত্যের অবনমন ঘটবেই।

এটা একশ ভাগ সত্য!

রাজনৈতিক লড়াই সংগ্রাম ছাড়া কখনো ভালো সাহিত্য পয়দা সম্ভব নয়! বাংলাদেশের বড় কবিরাও এসেছিলেন সেই সংগ্রামের ভেতর দিয়ে! 

শামসুর রাহমান বলেন, শহীদ কাদরী বলেন, আল মাহমুদ বলেন, সৈয়দ শামসুল হক বলেন, রফিক আজাদ বলেন, মোহাম্মদ রফিক বলেন, আবুল হাসান বলেন, কিংবা যেই কেউ। পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের বিরোধিতা না করলে তারাও ভালো কবিতা লিখতে পারতেন না! 

এমন কি, নির্মলেন্দু গুণ ভালো কবিতা লিখেছিলেন, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। আশির দশকের  স্বৈরাচারী শাসক না থাকলে হেলাল হাফিজ কিংবা রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর পক্ষে দুয়েকটা ভালো কবিতা লেখা অসম্ভব ছিল!

তো নতুন বছরে কি করবেন নিজেরাই ঠিক করেন! আমি চাই, সাহিত্য জেগে উঠুক আপন মহিমায়! সত্যের দিশারি হয়ে! জনগণের সাহিত্য হয়ে! সবার প্রতি ভালোবাসা! ভালো থাকবেন!

সাখাওয়াত টিপু লেখক, কবি, সাহিত্যিক। ফেসবুক থেকে।


দেশে ফিরেই আনুশকাকে হাসপাতালে নিয়ে গেলেন কোহলি

ফের বাবা হচ্ছেন সাকিব আল হাসান!

রাজ-শুভশ্রীর পার্টিতে মিথিলা- সৃজিত ও আইরা


news24bd.tv / কামরুল