আগে হতো ইট এখন ফলে ফল

Other

চাঁদপুরে একটি পরিত্যক্ত ইটভাটা এখন ফলের বাগান। আবাদ করা হচ্ছে দেশি- বিদেশি নানা জাতের ফল। উদ্যেক্তা হেলাল উদ্দীন এ প্রকল্পের নাম দিয়েছেন ফ্রুটস এগ্রো ভ্যালি।  

কৃষি বিভাগের সার্বিক পরামর্শে এরই মধ্যে ফলন আসতে শুরু করেছে।

গত বছর সদর উপজেলার শাহ মাহমদপুর ইউনিয়নের শাহাতলীতে পরিত্যক্ত আড়াই একর ইটভাটা বালু দিয়ে ভরাট করে কৃষিকাজের উপযোগী করে তোলেন সাংবাদিক হেলাল উদ্দীন।

এরপর চাষবাদ শুরু করেন দেশী বিদেশী বিভিন্ন জাতের ফল। হেলাল উদ্দিনের ফ্রুটস এগ্রো ভ্যলিতে এখন বিভিন্ন জাতের মাল্টা, ক্যাপসিকাম, স্ট্রবেরি, ব্রোকুলি, ড্রাগন, পারসিমনসহ নানা জাতের ফল গাছ রয়েছে।


আরও পড়ুন: মহাকাশে যাবে কাঠের কৃত্রিম উপগ্রহ


মাত্র ৩ মাসের মাথায় কিছু কিছু গাছে ফলন এসেছে।

বছর খানেকের পূর্ণাঙ্গ ফলনের আশা এই উদ্যেক্তার। দেশি -বিদেশি নানা জাতের ফলের বাগান তৈরীতে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন। তাই, চাষ পদ্ধতি সম্পর্কে ধারনা নিতে বিভিন্ন এলাকা থেকে চাষীরা আসছেন হেলালউদ্দিনের বাগান দেখতে।

পরিত্যক্ত ইটভাটায় ফলের বাগানকে ইতিবাচক হিসেবে দেখছে কৃষি বিভাগ। কর্মকর্তারা বলছেন, হেলালউদ্দিন সফল হলেও নদী বেষ্টিত এই জেলার বালুকাময় পতিত জমিতে ফলের আবাদ বাড়বে। উপ-সহকারী কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ফল চাষে হেলাল উদ্দিনকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

news24bd.tv আহমেদ