যুক্তরাজ্য ফেরত ১১ যাত্রী কোয়ারেন্টিনে

যুক্তরাজ্য ফেরত ১১ যাত্রী কোয়ারেন্টিনে

অনলাইন ডেস্ক

নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ রোধে যুক্তরাজ্য থেকে ফেরত প্রবাসীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

আজ শুক্রবার সকালে কাতার এয়ারওয়েজ ও এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে যুক্তরাজ্য থেকে ১১ জন যাত্রী এসে পৌঁছান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপর তাদের কোয়ারেন্টিনে পাঠানো হয়।

১ জানুয়ারি থেকে লন্ডন ফেরত যাত্রীদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠাতে সরকারি সিদ্ধান্ত কার্যকর করার দিন নির্ধারণ থাকায় এই ১১ জন যুক্তরাজ্য ফেরত প্রবাসিকে পাঠানো হয়েছে আশকোনা হজ ক্যাম্পে।

বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে তাদের আশকোনা হজ ক্যাম্পে পাঠানো হলেও যাত্রীরা চাইলে সেখান থেকে স্বাস্থ্য অধিদফতরের নির্ধারিত হোটেলে যেতে পারবেন বলে জানান তিনি।   


দেশে ফিরেই আনুশকাকে হাসপাতালে নিয়ে গেলেন কোহলি

ফের বাবা হচ্ছেন সাকিব আল হাসান!

রাজ-শুভশ্রীর পার্টিতে মিথিলা- সৃজিত ও আইরা


news24bd.tv / কামরুল