বিএসএমএমইউ-র সাবেক উপাচার্য স্ত্রী সহ  করোনা আক্রান্ত

বিএসএমএমইউ-র সাবেক উপাচার্য স্ত্রী সহ করোনা আক্রান্ত

অনলাইন ডেস্ক

গত এক সপ্তাহ ধরে করোনায় আক্রান্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান ও তার স্ত্রী বিএসএমএমইউ-র হেমাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মাসুদা বেগম।

জ্বর এবং শুকনো কাশির সমস্যা নিয়ে এতোদিন তারা হোম আইসোলেশনে ছিলেন। বর্তমানে ফুসফুসে সংক্রমণ এবং কাশির সমস্যা বেশি দেখা দেওয়ায় গত বৃহস্পতিবার তাদেরকে বিএসএমএমইউ এর করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।

অধ্যাপক কামরুল হাসান খান জানিয়েছেন, তিনি আল্লাহর রহমতে ভালো আছেন।

তবে তার স্ত্রীর এইচআরসিটি রিপোর্টে ফুসফুসে কিছুটা সংক্রমণ ধরা পড়েছে।

তার কাশি, জ্বর ও শারীরিক দুর্বলতাও আছে। তাদের আশু রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন কামরুল হাসান খান।

news24bd.tv তৌহিদ