আবার জমে উঠেছে টগি ওয়ার্ল্ড

Other

বহুদিন পর রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির টগি ওয়ার্ল্ডে আসা শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পরার মতো। নতুন বছরের প্রথম দিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের স্বাস্থ্য বিধি মেনে রাইডে চড়ছে শিশু কিশোররা।

নয় মাস এগারো দিন পরে খুলল বসুন্ধরা সিটির টগি ওয়ার্ল্ড। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ২০২০ সালের ১৯ মার্চ বন্ধ হয় রাজধানীর বৃহত্তর এই ইনডোর থিম পার্ক।

শিশুদের এই বিনোদন কেন্দ্র নতুন বছরের প্রথম দিন সবার জন্য খুলে দেওয়া হয়।

আরও পড়ুন: নিজের ১৪ বছরের মেয়েকে ধর্ষণে সাহায্য করল মা!

‌‘সিনেমা-নাটক-উপন্যাসে ইসলামকে বিকৃত করা হচ্ছে’

বসুন্ধরা সিটির অষ্টম ও নবম তলা জুড়ে ৩৭ হাজার বর্গফুটের মাঝে রয়েছে টগি ওয়ার্ল্ডের আকর্ষণীয় ১৫টি রাইড।

জাইরোস্কোপ, মিনি টাওয়ার, বাম্পার কার, লিটল প্লেন রাইডগুলোর মধ্যে অন্যতম। এছাড়াও রয়েছে ৪৩টি গেমস, ৩টি সফট প্লে গ্রাউন্ড এবং একটি ৮ লাইনের কিডস বোলিং।

টগি ওয়ার্ল্ডের ধারণ ক্ষমতা পাঁচ হাজার । ছুটির দিনগুলোতে ভীড় হয় আরো অনেক। ৫০জন ধারণক্ষমতার একটি পার্টিরুমও রয়েছে এখানে। জন্মদিনসহ বিভিন্ন পার্টির আয়োজন করা হয় রুমটিতে।

টগি ওয়ার্ল্ডে প্রবেশ ফি ৫০ টাকা। চার ফুটের কম উচ্চতার শিশুদের প্রবেশ ফি দিতে হয় না। যে কোনো ৫টি রাইড ৩৫০টাকা, ৮টি রাইড ৫৫০ টাকা। ৫ কয়েনের গেম ৩৫০ টাকা এবং ৮ কয়েনের গেম ৫৫০ টাকা। যেকোনো ৪টি রাইড ও ৩টি গেম ৫০০ টাকা।

news24bd.tv তৌহিদ