হাইড্রলিক হর্ন বন্ধে ৪৮ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নেয়ার নির্দেশ

হাইড্রলিক হর্ন বন্ধে ৪৮ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নেয়ার নির্দেশ

নিউজ ২৪ ডেস্ক

শব্দদূষণ রোধে রাজধানীতে যানবাহনে হাইড্রলিক হর্ন ব্যবহার বন্ধে ৪৮ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে করা এক রিট আবেদনের শুনানি শেষে আজ বুধবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহম্মাদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে হাইড্রোলিক হর্ন আমদানি এবং বাজারে যেসব হাইড্রোলিক হর্ন আছে সেগুলো জব্দেরও নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে দুই সপ্তাহের মধ্যে বিবাদীদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শব্দদূষণ রোধে হাইড্রলিক হর্নের ব্যবহার বন্ধে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে গতকাল মঙ্গলবার রিটটি করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরশেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

রিটে বলা হয়, শব্দ দূষণের সৃষ্টি করে এমন কোনো যন্ত্র যানবাহনে ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও আইন ভঙ্গ করে বিভিন্ন যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছে।

 

সম্পর্কিত খবর