ভ্যাট আদায় বাড়নোর উদ্যোগ

ভ্যাট আদায় বাড়নোর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশে অফিস নেই এমন প্রতিষ্ঠানগুলোকেও ভ্যাটের আওতায় আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর ফলে ফেসবুক, গুগল, ইউটিউবের মতো প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধন করতে পারবে।

জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, অনাবাসি প্রতিষ্ঠানগুলো নিবন্ধনের জন্য মূসক ফর্ম ২ দশমিক ২ তৈরি করেছে এনবিআর।   ফলে এখন থেকে ঢাকা দক্ষিন ভ্যাট কমিশনারেটে নিবন্ধন নিয়েই বৈধভাবে বাংলাদেশে ব্যবসা করতে পারবে প্রতিষ্ঠানগুলো।
গত মাসে নীতিমালা পরিবর্তন করে নতুন এই নিয়ম যুক্ত করেছে রাজস্ব বোর্ড। কয়েক মাস ধরেই বিদেশী প্রতিষ্ঠানগুলো ভ্যাট ফাঁকি দিচ্ছে নিয়ে তোলপাড় শুরু হয়। নিউজটোয়েন্টিফোর সহ কয়েকটি গণমাধ্যমে উঠে আসে তাদের কাছ থেকে বড় অংকের ভ্যাট অনাদায়ের খবর।

 

সাড়ে পাঁচ কোটি মানুষ ভ্যাকসিন পরিকল্পনার বাইরে : স্বাস্থ্যমন্ত্রী

ফেডারেশন কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল

কেউ হঠাৎ অজ্ঞান হয়ে গেলে যা করবেন!

news24bd.tv / আলী