একে একে শুখাইছে ফুল এবে, নিবিছে দেউটি....

আয়েশা খানম

একে একে শুখাইছে ফুল এবে, নিবিছে দেউটি....

Other

বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের নারী অধিকার সংগ্রামের আজীবন যোদ্ধা, বাংলাদেশ মহিলা পরিষদের প্রেসিডেন্ট আয়েশা খানম আজ সকালে মারা গেছেন।  

ছাত্রজীবন থেকেই তিনি ছিলেন রাজনৈতিক কর্মী। ৬২-এর শিক্ষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও একাত্তরের উত্তাল দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব ছাত্রনেতা মুক্তি সংগ্রামকে ত্বরান্বিত করতে নিজেদের উৎসর্গ করেছিলেন তাঁদেরই একজন আয়েশা খানম৷ পরে আগরতলায় গিয়ে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিয়েছেন৷ 

স্বাধীনতার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি নারী অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজের জীবনকে উৎসর্গ করেন। বাংলাদেশের নারী অধিকার আন্দোলনকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে, আয়েশা আপার মতো এমন নিবেদিনপ্রাণ ব্যক্তিত্ব আর কেউ ছিল না।

 

করোনা পরীক্ষা করা হলো নারী ক্রিকেটারদের

ইসরাইলের হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে এই ক্ষেপণাস্ত্র

আজকে আমরা বাংলাদেশে বসে যে প্রথা ভাঙার বিপ্লব করতে পারি, নারীর পূর্ণ অধিকারের জন্য সমাজ পরিবর্তনের কথা বলতে পারি সে তো এই আয়েশা আপারা ঢিল খেয়ে পথ তৈরী করেছিলেন বলেই। আজীবন এই নারী মুক্তির মহান যোদ্ধার জন্য আমার বিনম্র শ্রদ্ধা।  

শান্তিতে ঘুমান আপা। যে পথে এগুলেন আপনি, আমরা সকলেই সেই চিরপ্রস্থানের পথেই।

সাদিয়া নাসরিন, উন্নয়ন কর্মী (ফেসবুক থেকে নেয়া)

news24bd.tv নাজিম