গেল বছর গুগল সার্চের শীর্ষে যারা

গেল বছর গুগল সার্চের শীর্ষে যারা

অনলাইন ডেস্ক

প্রতিদিন সারা বিশ্বের কোটি কোটি ইন্টারনেট ব্যবহারকারি কোনও না কোনও কিছু খুজঁছেন সার্চ জায়ান্ট গুগলে। বিগত ২০২০ সালের শীর্ষ সার্চের একটি  বৈশ্বিক তালিকা প্রকাশ করেছে গুগল কর্তৃপক্ষ। বিশ্বের পাশাপাশি আলাদা আলাদা দেশের জন্যও তালিকা প্রকাশ করে প্রযুক্তি বিশ্বের জায়ান্ট মার্কিন এই প্রতিষ্ঠানটি।   ১২টি শ্রেণিতে ২০২০ সালের শীর্ষ সার্চ তালিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

 

২০২০ সালকে ইতিহাস আলাদা করে মনে রাখবে করোনা ভাইরাসের জন্যে। ইন্টারনেটে সার্চেও তা এক নম্বরে ৷ গোটা বছরজুড়ে মানুষ এই শব্দটি সার্চ করেছেন বিশ্বজুড়ে৷ সার্চে প্রথম দশটির তিনটিই ছিল এই বিষয়ে৷ মানুষ প্রতিনিয়ত করোনা ভাইরাসের আপডেট আর সিম্পটমস বা নমুনাগুলো জানতে চেয়েছেন ইন্টারনেট দুনিয়াতে৷

চলুন দেখে নেই সবচেয়ে বেশি সার্চ হওয়া বিষয়গুলোর তালিকা-

অনুসন্ধান

১. করোনাভাইরাস

২. নির্বাচনী ফলাফল

৩. কোবি ব্রায়ান্ট

৪. জুম

৫. আইপিএল

খবর

১. করোনাভাইরাস

২. নির্বাচনী ফলাফল

৩. ইরান

৪. বেইরুত

৫. হান্টাভাইরাস

অভিনয় শিল্পী

১. টম হ্যাংকস

২. জোয়াকিন ফিনিক্স

৩. অমিতাভ বচ্চন

৪. রিকি জার্ভিস

৫. জেডা পিঙ্কেট স্মিথ

ক্রীড়াবিদ

১. রায়ান নিউম্যান

২. মাইকেল জর্ডান

৩. টাইসন ফিউরি

৪. টম ব্র্যাডি

৫. মাইক টাইসন

কনসার্ট

১. টুগেদার অ্যাট হোম কনসার্ট

২. ফায়ারফাইট অস্ট্রেলিয়া কনসার্ট

৩. গার্থ ব্রুকস ড্রাইভ ইন কনসার্ট

৪. ট্রাভিস স্কট ফোর্টনাইট কনসার্ট

৫. বিটিএস অনলাইন কনসার্ট

গেইম

১. অ্যামাং আস

২. ফল গাইস: আলটিমেট নকআউট

৩. ভেলোরান্ট

৪. জেনশিন ইমপ্যাক্ট

৫. দ্য লাস্ট অফ আস

হারানো ব্যক্তিত্ব

১. কোবি ব্রায়ান্ট

২. নায়া রিভেরা

৩. চ্যাডউইক বোজম্যান

৪. সুশান্ত সিং রাজপুত

৫. জর্জ ফ্লয়েড

গানের কথা

১. ডাব্লিউএপি

২. স্যাভেজ লাভ

৩. গুবা

৪. স্কেচার্স

৫. ডায়নামাইট

সিনেমা

১. প্যারাসাইট

২. ১৯১৭

৩. ব্ল্যাক প্যান্থার

৪. ৩৬৫ ডেইজ

৫. কন্টাজিওন

ব্যক্তি

১. জো বাইডেন

২. কিম জং উন

৩. বরিস জনসন

৪. কমলা হ্যারিস

৫. টম হ্যাংকস

রেসিপি

১. ডালগোনা কফি

২. ইমেক

৩. সাওয়ারডো ব্রেড

৪. পিৎজা

৫. লামাকুন

টিভি শো

১. টাইগার কিং

২. বিগ ব্রাদার ব্রাজিল

৩. মানি হাইস্ট

৪. কোবরা কাই

৫. দ্য আমব্রেলা অ্যাকাডেমি

 

করোনা ভাইরাস আর যুক্তরাষ্ট্রের নির্বাচনের বাইরেও ঘটনাবহুল এক বছর ছিল ২০২০৷ আলোচনার কেন্দ্রে ছিল ইরান, বৈরুতের বিস্ফোরণ, হান্টা ভাইরাস মত ইস্যুগুলো৷ করোনার কারণে সরকারগুলোর প্রণোদনা বা বেকারত্ব নিয়েও জানতে চেয়েছেন মানুষ৷ গুগল ট্রেন্ডসে শীর্ষ দশ সংবাদে আরো জায়গা করে নিয়েছে মার্কিন গাড়ি কোম্পানি টেসলার স্টক, ভারতে বিহারের নির্বাচন আর দেশে দেশে ছড়িয়ে পড়া ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন নিয়ে৷

news24bd.tv /আলী