জয়পুরহাটে জেএমবির সদস্য আটক

জয়পুরহাটে জেএমবির সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাট সদর উপজেলার দাদড়া থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে আটক করা হয়েছে।

আজ সকালে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) জেএমবির সক্রিয় সদস্য মজিবুর রহমানকে (৪৮) আটক করে।

এ সময় তার কাছ থেকে একটি মােবাইল ফোন, জঙ্গিবাদ বিষয়ক বিপুল পরিমাণ ডকুমেন্টস ও বই উদ্ধার করা হয়েছে।

এটিইউর পুলিশ সুপার (এসপি) মােহাম্মল আসলাম খান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটক মজিবুর দিনাজপুর এবং জয়পুরহাট জেলায় দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে সদস্য সংগ্রহ ও জেএমবিকে সংগঠিত করার কাজে নিয়ােজিত ছিলেন। তিনি ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচারের মাধ্যমে নাশকতার উদ্দেশে বিভিন্ন পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি গ্রহণ করে আসছিলেন।

একে একে শুখাইছে ফুল এবে, নিবিছে দেউটি....

করোনা পরীক্ষা করা হলো নারী ক্রিকেটারদের

ইসরাইলের হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে এই ক্ষেপণাস্ত্র

আটক মজিবুর রাষ্ট্রীয় ও ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার পরিকল্পনা করে আসছিলেন। তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় সন্ত্রাসবিরােধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসপি মােহাম্মল আসলাম।

news24bd.tv নাজিম