বাবর আজম বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান: উইলিয়ামসন

বাবর আজম বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান: উইলিয়ামসন

অনলাইন ডেস্ক

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান-এমন মন্তব্যই করেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

আজ এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

কেন উইলিয়ামসন বলেন, বাবর আজম বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। পাকিস্তান দলে বাবর আজম থাকা মানে অনেক শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ।

কিন্তু দুভার্গ্যবশত চোটাক্রান্ত হওয়ায় সে খেলতে পারছে না। সে থাকলে খেলায় ভালো প্রতিদ্বন্দ্বিতা হতো।  

নিজ বাড়ি থেকে ইবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিদ্রোহী প্রার্থীরা নৌকায় চড়তে পারবেন না: নানক

একে একে শুখাইছে ফুল এবে, নিবিছে দেউটি....

করোনা পরীক্ষা করা হলো নারী ক্রিকেটারদের

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই অনুশীলনে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান বাবর। এরপর সীমিত ওভারের সিরিজটি খেলা হয়নি তার।

ছিলেন না প্রথম টেস্টেও। রোববার থেকে শুরু হতে যাওয়া টেস্টেও খেলতে পারছেন না বাবর।

নিউজল্যান্ড সফরে গিয়ে চোটের কারণে সাইড বেঞ্চে বসেই সময় কাটাতে হয়েছে পাকিস্তান অধিনায়ককে। তার অবর্তমানে টেস্ট দলের নেতৃত্ব দিচ্ছেন উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। তবে জানুয়ারির শেষদিকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজে বাবরকে পাওয়ার আশা করছে পাকিস্তান।  

news24bd.tv নাজিম