সৌরভের করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে

সৌরভের করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে

অনলাইন ডেস্ক

সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখন আগের থেকে অনেকটাই স্থিতিশীল। তার করোনা রিপোর্টও নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। খবর আনন্দবাজারের।

ইতিমধ্যেই সৌরভের হৃদযন্ত্রের একটি ধমনীতে অ্যাঞ্জিওপ্লাস্টি করে ‘স্টেন্ট’ বসানো হয়েছে।

অন্য দু’টি ধমনীর ‘ব্লকেজ’ সরাতে আরও ২টি স্টেন্ট লাগানো হতে পারে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে রোববার। সৌরভের জন্য ইতিমধ্যেই ৭ সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।  


বুড়িগঙ্গার তীর থেকে নিখোঁজ ট্রাক চালকের লাশ উদ্ধার

আজ ঢাকায় ফিরছেন সাকিব


শুক্রবার রাত থেকেই শারীরিকভাবে অস্বস্তিবোধ করেন সৌরভ।

রাতে শরীর খারাপ লাগলেও সকালে নিয়মিত জিমে যান ভারতীয় সাবেক এই অধিনায়ক। কিন্তু জিমে গিয়ে হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে যান তিনি। বুকে ব্যথা অনুভব করায় দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৪৮ বছর বয়সী এই তারকা ক্রিকেটারকে। আপাতত দক্ষিণ কলকাতার ওই হাসপাতালে তাকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানা গিয়েছে।  

সৌরভ গাঙ্গুলী ভারতের হয়ে ৩১১ ওয়ানডে আর ১১৩ টেস্টে অংশ নিয়ে ৩৮টি সেঞ্চুরি আর ১০৭টি ফিফটির সাহায্যে ১৮ হাজার ৫৭৫ রান সংগ্রহ করেছেন।

news24bd.tv / কামরুল