মৃত্যুদন্ডের মুখোমুখি যুক্তরাষ্ট্রের একমাত্র নারী

মৃত্যুদন্ডের মুখোমুখি যুক্তরাষ্ট্রের একমাত্র নারী

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের আপিল আদালত একমাত্র নারী মৃত্যুদন্ডের স্থগিতাদেশ প্রত্যাহার করেছে । ২০০৪ সালে লিসা মন্টেগোমারি একটি শিশুকে অপহরণ করে কেটে টুকরো টুকরো করে হত্যা করেছিলো। তারও আগে মিসৌরিতে একজন গর্ভবতী নারীকে হত্যা করেছিলো। যদি এই মৃত্যুদন্ডাদেশ কার্যকর করা হয় তবে তিনিই হবেন একমাত্র নারী।

যা গত ৭০ বছরের মধ্যে প্রথম কোন ঘটনা হবে যুক্তরাষ্ট্রে।

মন্টেগোমারির মৃত্যুদন্ডের তারিখটি নির্ধারণ করা হয়েছিলো গত মাসে। কিন্তু তার আইনজীবী করোনা আক্রান্ত হলে স্থগিতাদেশ দেওয়া হয়।  


ইন্ডিজদের বিপক্ষে বাংলাদেশ দলে থাকছেন যারা !

সৌরভের করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে 

বুড়িগঙ্গার তীর থেকে নিখোঁজ ট্রাক চালকের লাশ উদ্ধার

আজ ঢাকায় ফিরছেন সাকিব


বিচার বিভাগ নতুন করে আবারো ১২ই জানুয়ারি তার মৃত্যুদন্ডাদেশ কার্যকরের দিন ধার্য করে।

কিন্তু মন্টেগোমারির আইনজীবী যুক্তি দিয়েছেন স্থগিতাদেশের সময় নতুন করে তারিখ নির্ধারণ করা ঠিক হয়নি।  

এর আগে ১৯৫৩ সালে বনি হেডি নামে এক নারীর মৃত্যুদন্ড কার্যকর করে মার্কিন যুক্তরাষ্ট্র। ফেডারেল মৃত্যুদন্ড গত ১৭ বছর যাবৎ বন্ধ থাকলেও গত বছর ডোনাল্ড ট্রাম্পের আদেশের ফলে আবারো চালুু হয়। মৃত্যুদন্ডাদেশ পাওয়া আসামীর রায় কার্যকর করা শুরু হলে ট্রাম্পের আমলেই সবচেয়ে বেশি মৃত্যুদন্ড হবে। যা গত একদশকের মধ্যে মার্কিন কোন প্রেসিডেন্টের আমলে সর্বোচ্চ।

মন্টেগোমারির মৃত্যুদন্ডের তারিখটি নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা গ্রহণের ঠিক কয়েকদিন আগেই। জো বাইডেন সিনেটর থাকাকালে মৃত্যুদন্ডের জোর সমর্থক ছিলেন। কিন্তু এখন তিনি বলছেন ক্ষমতায় গিয়ে ফেডারের ফাসিঁর বিধানটি বন্ধ করবেন।
  

news24bd.tv আয়শা