নীলফামারীর সৈয়দপুরে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত, আহত অন্তত ২ জন
বরিশালে পুলিশি নির্যাতনে হাজতির মৃত্যুর অভিযোগ
রাহাত খান, বরিশাল
বরিশাল শের-ই বংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেজাউল করিম (৩০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ তাকে নির্যাতন করে হত্যা করেছে পুলিশ।
গত ৩১ ডিসেম্বর রাতে নগরের সাগরদি থেকে রেজাউল করিমকে আটক করে পুলিশ। নগর পুলিশের উপ-পরিদর্শক মহিউদ্দিন তাকে মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে আটক করে। তার কাছ থেকে ১৩৮ গ্রাম গাজা এবং ৪টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধারের দাবি করে পুলিশ। রাতেই পুলিশ তার বিরুদ্ধে মাদকের মামলা দিয়ে পরদিন আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
আরও পড়ুন: লক্ষাধিক টাকার কাজ ১১ হাজার টাকায় করেন অপু!
চোখের জলে ‘মিডিয়া’ থেকে দীপিকার বিদায়!
তবে রেজাউলের পরিবার পুলিশের নির্যাতনে তার মৃত্যুর অভিযোগ করেছে। তাদের দাবি সুস্থ্য মানুষটাকে ধরে নিয়ে শারীরিক নির্যাতনে হত্যা করেছে। এ ঘটনায় অভিযুক্ত পুলিশের কঠোর বিচার দাবি করেন তারা। এ বিষয়ে হাসপাতালের পরিচালক কোনো মন্তব্য করতে রাজি হননি।
ঘটনা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার। আইনের ব্যত্যয় হলে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।
news24bd.tv আয়শা
পরবর্তী খবর
মন্তব্য