মুম্বাই হামলার প্রধান অভিযুক্ত 'জঙ্গি' পাকিস্তানে আটক

মুম্বাই হামলার প্রধান অভিযুক্ত 'জঙ্গি' পাকিস্তানে আটক

অনলাইন ডেস্ক

মুম্বাই হামলার প্রধান অভিযুক্ত পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই-তয়েবার কমান্ডার জাকিউর রেহমান লকভিকে শনিবার পাকিস্তানের পাঞ্জাব থেকে আটক করা হয়েছে।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ পুলিশের জঙ্গিবিরোধী শাখা (সিটিডি) জানিয়েছে, মুম্বাই হামলার অন্যতম প্রধান অভিযুক্ত এই জঙ্গি নেতাকে সন্ত্রাসবাদে অর্থায়নের একটি মামলায় আটক করা হয়েছে। খবর আলজাজিরার।

কোথা থেকে কীভাবে তাকে আটক করা হয়েছে পুলিশ তা জানায়নি।

জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রীতিমতো অভিযান চালিয়ে লকভিকে ধরেছে সিটিডি। লাহরের উপকণ্ঠেই গা ঢাকা দিয়েছিলেন তিনি।

২০০৮ সালে মুম্বাই হামলায় এ জঙ্গি নেতা জড়িত বলে ভারত ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে।

তালিকাভুক্ত জঙ্গি সংগঠন লস্কর-ই-তয়েবার নেতা হিসেবেই নয়, ২০০৮ সালের ডিসেম্বরে ব্যক্তিগতভাবেও লকভিকে ‘ভয়ঙ্কর সন্ত্রাসবাদী’ হিসেবে তালিকাভুক্ত করেছে জাতিসংঘ।

ইন্ডিজদের বিপক্ষে বাংলাদেশ দলে থাকছেন যারা !

সৌরভের করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে 

বুড়িগঙ্গার তীর থেকে নিখোঁজ ট্রাক চালকের লাশ উদ্ধার

আজ ঢাকায় ফিরছেন সাকিব

২০০৮ সালের মুম্বাই বিস্ফোরণের অন্যতম প্রধান অভিযুক্ত লকভিকে পাকিস্তান সরকার আন্তর্জাতিক চাপে গ্রেফতার করলেও বেশি দিন কারাগারে রাখতে পারেনি।

ওই হামলায় ১৬৬ জন প্রাণ হারিয়েছিলেন। ২০১৫ সালে জামিন পান লকভি। পুলিশের দাবি অনুযায়ী তার পর থেকেই তিনি ফেরার।

news24bd.tv / কামরুল