সমাজের উচ্চশ্রেণির জন্য ভ্যাকসিনের তালিকা করা হচ্ছে: অভিযোগ ফখরুলের

সমাজের উচ্চশ্রেণির জন্য ভ্যাকসিনের তালিকা করা হচ্ছে: অভিযোগ ফখরুলের

নিজস্ব প্রতিবেদক

সরকারের মন্ত্রী ও সমাজের উচ্চশ্রেণি মানুষের জন্য ভ্যাকসিনের তালিকা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সকালে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।  

বিএনপি মহাসচিব বলেন, করোনার টিকা সংগ্রহ ও বিতরণে সরকারের সুনির্দিষ্ট কোনো কর্মপরিকল্পনা নেই। সাধারণ মানুষ কীভাবে ও কখন ভ্যাকসিন পাবে সরকার তা বলছে না।

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সঠিক পরিসংখ্যান জনগণের সামনে তুলে ধরার দাবি জানিয়ে তিনি বলেন, আমরা এখনো বলছি, সংক্রমণের ও মৃত্যুর এই যে ইনফরমেশন (তথ্য) সরকার দিচ্ছে, ডেটা (উপাত্ত) যে দিচ্ছে, এটা সঠিক নয়। এটার সঠিক পরিসংখ্যান আমরা দাবি করছি।


সৌরভের করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে 

বুড়িগঙ্গার তীর থেকে নিখোঁজ ট্রাক চালকের লাশ উদ্ধার

আজ ঢাকায় ফিরছেন সাকিব


মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত আমরা দেখেছি, বহু মানুষ—আমরা নিজেরাই জানি, যাঁরা মারা গেছেন, রিপোর্ট করা হয়নি। অনেকেই সংক্রমিত হয়েছেন, আবার নিজেরাই টেস্ট করে নিয়েছেন, কিন্তু কাউকে জানাননি।

সে ঘটনা সরকারের কোনো এজেন্সি জানতে পারেনি। আমরা সেটা দেখিনি।

এদিকে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ৭ জানুয়ারি সারাদেশে থানা পর্যায়ে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

news24bd.tv নাজিম