নিয়ন্ত্রণে আসেনি কনকা কারখানার আগুন

নিয়ন্ত্রণে আসেনি কনকা কারখানার আগুন

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে টিভি, ফ্রিজ ও এয়ারকন্ডিশন কারখানা কনকা ইলেকট্রনিকস ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে টিপরদী রতনদী এলাকায় অবস্থিত ওই কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে সোনারগাঁওসহ বিভিন্ন এলাকার ১২টি ফায়ার সার্ভিস ইউনিট কাজ করছে।

এদিকে অগ্নিকাণ্ডের পর ৪ ঘণ্টা অতিবাহিত হলেও দুপুর আড়াইটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসার কোনো সংবাদ পাওয়া যায়নি।

শ্রমিকরা জানান, সকালে কাজে যোগদান করার পরপরই আগুন লাগে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক। শ্রমিকরা একজন আহত হওয়ার খবর জানালেও কেউ নিশ্চিত করতে পারেনি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে কাজ শুরু করেছি।

তবে প্রধান ফটক নির্মাণাধীন থাকায় ভেতরে প্রবেশে আমাদের বেগ পেতে হচ্ছে। আমরা চেষ্টা করে যাচ্ছি আগুন নিয়ন্ত্রণে আনার। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষকণিকভাবে জানানো সম্ভব হচ্ছে না। তবে কারখানার এক পাশের আগুন নিয়ন্ত্রণে এসেছে, চলছে ডাম্পিং।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, তবে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্থানীয়রাও ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তা করছেন। মানুষের অতিরিক্ত ভিড় সামলাতে পুলিশ কাজ করছে।

সোনারগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ সুজন কুমার হাওলাদার জানান, ঘটনাস্থালে সোনারগাঁও, বন্দর, ডেমরা স্টেশনের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে। তবে এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। আমরা কাজ করছি।

এলাকাবাসী জানান, সকাল শ্রমিকেরা যখন কাজে যোগদান করছিল তখন কারখানার তৃতীয় তলায় এসি মেরামতের রুমে আগুনের সূত্রপাত হয়। আর মুুহূর্তে তা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে শ্রমিকেরা দৌড়ে কারখানা থেকে বের হয়ে আসে। তবে কেউ ভেতরে আটকে আছে কিনা জানা যায়নি। তাছাড়া আগুন কীভাবে লেগেছে কেউ কিছু বলতে পারেনি।

‘প্রবেশ নিষেধাজ্ঞা’ প্রত্যহারে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু সৌদিতে

মোবাইল আসল কি নকল যেভাবে যাছাই করবেন

news24bd.tv/আলী