খাতুনগঞ্জে ভারতের পেঁয়াজ, কেজিতে দাম কমল ২০ টাকা

খাতুনগঞ্জে ভারতের পেঁয়াজ, কেজিতে দাম কমল ২০ টাকা

Other

চট্টগ্রামের খাতুনগঞ্জে পৌঁছেছে ভারতের পেঁয়াজ। এই খবরে অন্যান্য দেশের পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ থেকে ২০টাকা পর্যন্ত।

তবে ব্যবসায়ীরা বলছেন, অন্যদেশ থেকে আমদানি করা পেঁয়াজ বন্দরে আসার সাথে সাথে ভারতের পেঁয়াজ আসায় দাম পাচ্ছে না তারা। তাই লোকসান গুনতে হচ্ছে তাদের।

কয়েক দিনের মধ্যে ভারতের পেঁয়াজ আরো বেশি আমদানি হলে অন্য দেশ থেকে আসা পেঁয়াজের দাম আরো কমে যাবে বললেন ব্যবসায়ীরা।


সানা খানকে বিয়ে করে ‘বিপদে’ মুফতি আনাস!

চোখের জলে ‘মিডিয়া’ থেকে দীপিকার বিদায়!

ফের ভাইরাল প্রভার ভিডিও

লক্ষাধিক টাকার কাজ ১১ হাজার টাকায় করেন অপু!


আর ক্রেতারা বলছেন, সিন্ডিকেট করে যেন কোনোভাবে পেঁয়াজের দাম বাড়াতে না পারে সেদিকে প্রশাসনের নজর রাখা জরুরি।

তবে পেঁয়াজের আড়তদার মোহাম্মদ ফারুক জানান, ভারত থেকে পর্যাপ্ত পেঁয়াজ আমদানি হচ্ছে। একই সাথে দেশীয় পেঁয়াজও বাজারে এসেছে।

তাই পেঁয়াজের দাম দিনদিন কমবে।

news24bd.tv তৌহিদ