২১ বছরে নিচে ধূমপান করলে ৫ লাখ টাকা জরিমানা

২১ বছরে নিচে ধূমপান করলে ৫ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

তরুণদের অনেকেই এখন ধূমপান করেন। আর এই তরুণ সিগারেট প্রেমীদের জন্য এলো নতুন দুঃসংবাদ। খুব শিগগিরই সিগারেটের ক্ষেত্রে নতুন আইন করছে ভারত সরকার। এই আইনে ১৮ বছর থেকে বেড়ে ২১ বছর পর্যন্ত যুবকদের সিগারেট পান করতে মানা।

 

যদি ২১ বছর বয়সের আগে কেউ ধূমপান করে তাহলে তাকে গুনতে হতে পারে ৫ লাখ টাকা জরিমানা। অনাদায়ে ৫ বছরের কারাদণ্ড।

এরইমধ্যে ভারত সরকার Cigarettes and other Tobacco Products Amendment Act, 2020. নামক আইনের খসড়া করেছে। ওই খসড়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় ধূমপানের বয়সসীমা ২১ করার বিষয়ে প্রস্তাবনা দিয়েছে।


আরও পড়ুন: রোহিঙ্গা ইস্যু: মিয়ানমারের পক্ষ ছাড়লো ৯ দেশ, এখনো চুপ ভারত


এই বিল আইনে পরিণত হলে কেউ কোনো ২১ বছরের কম বয়সী পুরুষ বা নারীকে তামাকজাত নেশাদ্রব্য বিক্রি করতে পারবে না। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে এই নেশাদ্রব্যের দোকান থাকাও চলবে না।  

এই বিলের সাত নম্বর ধারায় বলা হচ্ছে, আগামী দিনে একটি প্যাকেট হিসেবেই বিক্রি করতে হবে। সেটাই ন্যূনতম পরিমাণ। আলাদা করে খুচরো সিগারেট বিক্রি করলেও তা অপরাধ হিসেবে গণ্য হবে।  

এই বিল আইনে পরিণত হলে এই ধরনের অপরাধে ৫ বছরের কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা হতে পারে।

news24bd.tv আহমেদ

সম্পর্কিত খবর