বিটিআরসির তরঙ্গ নিলাম: গ্রামীণফোন ১০ দশমিক ৪৪, বাংলালিংক ৯ দশমিক ৪ এবং রবি ৭ দশমিক ৬ মিলিয়ন ডলারে তরঙ্গ কিনেছে; সরকারের রাজস্ব আয় ৩ হাজার ৯৩ কোটি টাকা
সৈয়দ আশরাফ প্রসঙ্গ: আওয়ামী লীগের জন্য অস্বাভাবিক কিছু নয়
শওগাত আলী সাগর
সৈয়দ আশরাফের মুত্যুবার্ষিকীতে আওয়ামী লীগ কিংবা দলের কেন্দ্রীয় নেতারা কেন তাঁর প্রতি শ্রদ্ধা জানালো না, কেন কবরে কেউ একজন ফুল দিলো না- এটি নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বেদনা প্রকাশ করছেন।
সুস্থ রাজনীতি এবং আদর্শবান রাজনীতিকদের প্রতি শ্রদ্ধার কারণেই তারা এটি করছেন- এ ব্যাপারে কোনো সংশয় নেই। কিন্তু আওয়ামী লীগের বর্তমান রাজনীতির ধারা (পালস) যারা বুঝেন- তাদের কাছে এটি অস্বাভাবিক কিছু নয়।
আরও পড়ুন: সম্পদের নেশা
আওয়ামী রাজনীতির বাস্কেটে নানা ফুলের শোভার জায়গা নেই। এই বাস্কেটে কেবল একটি বৃক্ষ, সেই বৃক্ষের লতা পাতা, ফুল ছাল বাকলের বাইরে আর কোনো কিছুরই জায়গা নেই।
যারা সৈয়দ আশরাফের জন্য বেদনা বোধ করছেন- তারা যে এটি জানেন না- তা কিন্তু নয়। তবু সৈয়দ আশরাফের মতো একজন ভালো মানুষের প্রতি দলের মুখ ফিরিয়ে নেয়াটা তাদের স্পর্শ করেছে দেখে ভালো লাগলো।
news24bd.tv আহমেদ
পরবর্তী খবর
মন্তব্য