নাইজারে অন্তত ৭৯ জনকে হত্যা করেছে জঙ্গিরা (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

আফ্রিকার দেশ নাইজারের দুটি গ্রামে হামলা চালিয়েছে অন্তত ৭৯ জনকে হত্যা করেছে জঙ্গিরা। আল-কায়েদা জঙ্গী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসীদের হামলায় মালি সীমান্তের কাছে চোম্বাঙ্গু গ্রামে নিহত হয়েছে কমপক্ষে ৪৯ জন।

আহত হয়েছেন ১৭ জন। অন্যদিকে জারোমদারে গ্রামে মারা গেছে ৩০ জন।

আফ্রিকার সাহেল অঞ্চলে সম্প্রতি বেশ কয়েকবার জঙ্গি হামলার মতো ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে।  


আরও পড়ুন: চীনা নাগরিকরা কেন পাকিস্তানি নারীদের বিয়ে করছে?


নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওই অঞ্চলটির সুরক্ষায় সেনা পাঠানো হয়েছে। এরমধ্যে  ফ্রান্স জানিয়েছে, মালিতে নিযুক্ত তাদের দুই সেনাও নিহত হয়েছেন।  

পশ্চিম আফ্রিকায় কথিত ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকা ও ইউরোপীয় মিত্রদের নিয়ে একটি জোট গঠন করে এর নেতৃত্ব দিচ্ছে ফ্রান্স।

এর মধ্যে গেলো সপ্তাহে বোমা বিস্ফোরণে আরো তিন সেনা সদস্যের মৃত্যুর খবর জানা গেছে।

news24bd.tv আহমেদ