স্বাধীনতা পুরস্কার-২০২১ পেলেন ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধে একেএম বজলুর রহমান (মরণোত্তর) আখতারুজ্জামান চৌধুরী (মরণোত্তর) শহীদ আহসান উল্লাহ মাস্টার (মরণোত্তর) খুরশিদ উদ্দিন আহমেদ (মরণোত্তর) ড. মৃন্ময় গুহ নিয়োগী (বিজ্ঞান ও প্রযুক্তি) মহাদেব সাহা (সাহিত্য), আতাউর রহমান (সংস্কৃতি) গাজী মাজহারুল আনোয়ার (সংস্কৃতি) অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন (সমাজসেবা) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (গবেষণা ও প্রশিক্ষণ)
পথচারীদের চাপা দিয়ে খাদে পড়ল ট্রাক, গেল তিন প্রাণ
অনলাইন ডেস্ক
বান্দরবানে মালবোঝাই ট্রাকচাপায় নাজমা বেগম (৫৪), লাবন্য (৪) ও মুনতাহা (১১) নামে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় ট্রাকের চালকসহ আরও ২ জন আহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় বান্দরবান কেরানীহাট সড়কের আমতলী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বান্দরবান কেরানীহাট সড়কের আমতলী পাড়া এলাকায় মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন এবং গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় শিশুসহ আরও ২ জনের।
আরও পড়ুন: ইসরাইলের হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে এই ক্ষেপণাস্ত্র
অভিযোগের বাক্স খুলে বসা বিএনপির অভ্যাসগত স্বভাব : তথ্যমন্ত্রী
এ ঘটনায় চালকসহ আরও ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ট্রাকচালক লিয়াকতের নাম জানা গেছে।দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
সদর থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী জানান, ট্রাকচাপায় শিশুসহ ৩ জন নিহত হয়েছে। একজন ঘটনাস্থলে, আর শিশু দু’জন চট্টগ্রাম হাসপাতালে নেয়ার পর মারা গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
news24bd.tv তৌহিদ
পরবর্তী খবর
মন্তব্য