করোনায় দেশে আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৬১৪; এ পর্যন্ত মোট প্রাণহানি ৮,৪২৮; মোট শনাক্ত ৫,৪৭,৯৩০
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একই পরিবারের চারজন নিহত
অনলাইন ডেস্ক
কানাডার উত্তর অ্যালবার্টায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত হয়েছেন। নিহতরা একই পরিবারের সদস্য। নতুন বছরের প্রথম দিনে বার্চ হিলস কাউন্টি এডমন্টনের প্রায় ৫০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে শস্যক্ষেতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
রয়েল কানাডিয়ান মাউন্টেন পুলিশ জানায়, গ্র্যান্ড প্রেইরির পাহাড়ি এলাকার কাছ থেকে জরুরি সাহায্য বার্তা পায় তারা। এরপরই উদ্ধার অভিযানে শুরু হয়।
আরও পড়ুন: সরকার কারা ডুবায় কীভাবে ডুবায়
মরদেহ পোড়ানোকালে হঠাৎ ভেঙ্গে পড়ল ছাদ, নিহত ১৯
আরও পড়ুন: ধর্ষকের গোপনাঙ্গ কাটার আইন চেয়ে আদালত প্রাঙ্গণে তিনি
ওরা আমার বুক, গোপনাঙ্গ পুড়িয়ে দিয়েছে : সৌদি ফেরত তরুণী
পরে বার্চ হিল কাউন্টি এলাকার কাছেই হেলিকপ্টারের ধ্বংসাবশেষ এবং মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্ত শেষে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে হেলিকপ্টারটি।
নিহতরা হলো- এক দম্পতি এবং তাদের দুই শিশু সন্তান। কিন্তু পুলিশ তাদের নাম-ঠিকানা প্রকাশ করেনি।
news24bd.tv তৌহিদ
পরবর্তী খবর
মন্তব্য