এ মাসেই আসছে তীব্র শৈত্যপ্রবাহ

এ মাসেই আসছে তীব্র শৈত্যপ্রবাহ

অনলাইন ডেস্ক

জানুয়ারিতে দুটি শৈত্যপ্রবাহ হবে বলে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যার একটির তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে আভস দেওয়া হচ্ছে।

আবহাওয়াবিদ সামছুদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জানুয়ারিতে দুটি শৈত্যপ্রবাহ হবে।

১২ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা বাড়বে। এরপর থেকে কমবে তাপমাত্রা। দ্বিতীয় সপ্তাহের পর থেকে যেকোনো সময় তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে।


আরও পড়ুন: সরকার কারা ডুবায় কীভাবে ডুবায়

মরদেহ পোড়ানোকালে হঠাৎ ভেঙ্গে পড়ল ছাদ, নিহত ১৯

আরও পড়ুন: ধর্ষকের গোপনাঙ্গ কাটার আইন চেয়ে আদালত প্রাঙ্গণে তিনি

ওরা আমার বুক, গোপনাঙ্গ পুড়িয়ে দিয়েছে : সৌদি ফেরত তরুণী


আবহাওয়াবিদ সামছুদ্দিন জানান, জানুয়ারিজুড়েই দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি অথবা ঘন কুয়াশা থাকতে পারে।

কুয়াশার দাপট কখনও কখনও দুপুর পর্যন্ত থাকতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। সেই সঙ্গে জানুয়ারিতে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

news24bd.tv তৌহিদ