সেনাবাহিনী বা বর্তমান বিএনপি থেকে শেখ হাসিনা মঙ্গলময়: মেজর আক্তারুজ্জামান

সেনাবাহিনী বা বর্তমান বিএনপি থেকে শেখ হাসিনা মঙ্গলময়: মেজর আক্তারুজ্জামান

Other

আন্দোলন ডেকে সেনাবাহিনী বা বর্তমান বিএনপিকে ক্ষমতায় আনার চেয়ে, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার হাতে দেশের শাসন থাকা মঙ্গলময়। এই মন্তব্য করছেন সাবেক সংসদ সদস্য, বিএনপি নেতা মুক্তিযোদ্ধা মেজর আক্তারুজ্জামান। নিজের দল বিএনপির মুল্যায়নে বলছেন, দুই দুই বার ক্ষমতায় গিয়ে তাদের নেতারাও দুর্নীতিগ্রস্ত, যে কারণে সরকারের দুর্নীতির প্রতিবাদে তাদের মাঠে নামার নৈতিক শক্তি নেই।  

বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে পঞ্চম এবং সপ্তম দুই মেয়াদে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন।

শীর্ষ নেতাদের বিভিন্ন সিদ্ধান্তের প্রকাশ্য মতপার্থক্য তুলে ধরে দলের ভেতরেই বিভিন্ন সময় আলোচনার সৃষ্টি করেছেন অবসরপ্রাপ্ত মেজর আক্তারুজ্জামান।


আরও পড়ুন: টিকা রপ্তানি নিষেধাজ্ঞা বাংলাদেশের সঙ্গে প্রতারণা: ডা. জাফরুল্লাহ


এই মুহুর্তের দেশের সংকট সমাধানে শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্ব সঠিক বলে মনে করেন বিএনপির এই নেতা। তিনি বলছেন, ক্ষমতায় থেকে দুর্নীতি করায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুর্নীতির প্রতিবাদেরও সাহস হারিয়েছেন বিএনপি নেতারা।

এমন কি বিএনপির নীতিনির্ধারকদের পরিচালনা পদ্ধতি নিয়েও প্রশ্ন রয়েছে সাবেক এই বিএনপি এমপির।

তবে দেশের দিন পরিবর্তনের জন্য নতুন প্রজন্মের প্রতিই ভরসা রেখে তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানান মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান।

news24bd.tv আহমেদ