বিশ্বের বিভিন্ন দেশে টিকাদান কর্মসূচি

বিশ্বের বিভিন্ন দেশে টিকাদান কর্মসূচি

Other

বিশ্বের বিভিন্ন দেশে একযোগে চলছে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি। রোববার থেকে দেশটির ৩৪টি প্রদেশে চীনের সিনোভ্যাক টিকার সরবরাহ শুরু করেছে ইন্দোনেশিয়া। আর এ কাজে অগ্রণী ভূমিকা রাখছে তাদের রাষ্ট্রীয় টিকা প্রস্তুতকারক বায়োফার্মা।

এদিকে, ক্লিনিক্যাল ট্রায়ালে দেয়া নির্দেশনা অনুযায়ীই যুক্তরাষ্ট্রে টিকাদান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন রোগ বিশেষজ্ঞ এন্থনি ফাউসি।

সোমবারের মধ্যে ব্রিটেন টিকাদানের জন্য অক্সফোর্ডের ভ্যাকসিনের ৫ লাখ ৩০ হাজার ডোজ নিয়ে প্রস্তুত থাকবে।


আরও পড়ুন: পানির অভাবে চাষাবাদ ব্যাহত


আগামী তিন মাসের মধ্যেই এক কোটি ব্রিটিশ নাগরিকের কাছে ভ্যাকসিন পৌঁছে যাবে বলে প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।  

আর নিজেদের টিকার কার্যকারিতায় নতুন বৈশিষ্টের করোনাভাইরাসও কোনো নেতিবাচক প্রভাব ফেলতে দেখা যায়নি বলে রোববার জানিয়েছে চীন। শুক্র থেকে শনিবার পর্যন্ত বেইজিংয়ে প্রদান করা হয়েছে ৭৩ হাজার ৫৩৭টি ডোজ।

তবে কোনো বিরূপ প্রতিক্রিয়ার ঘটনা ঘটেনি।

news24bd.tv আহমেদ

এই রকম আরও টপিক