অ্যাডোব ফ্ল্যাশের বিদায়

অ্যাডোব ফ্ল্যাশের বিদায়

অনলাইন ডেস্ক

বিশ্বখ্যাত ফ্ল্যাশ সফটওয়্যার অ্যাডোবি তাদের সমর্থনের ইতি টানলো ২০২০ সালের ৩১ ডিসেম্বর। ভার্চুয়াল দুনিয়ার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ফ্ল্যাশ। এ কারণেই সম্ভবত সফটওয়্যারটির বিদায়ী ঘন্টা বেজেছে এতো দীর্ঘ সময় পরে। গত দশকের শুরু থেকেই ফ্ল্যাশ সফটওয়্যারকে বাতিল করার পথে হাঁটছিলো ব্রাউজারগুলো।

যার মধ্যে অন্যতম অ্যাপল সিইও স্টিভ জবস। অ্যাপল সিইও এর ভিডিও কনটেন্টের বেলায় ফ্ল্যাশের চেয়েও ভালো সমাধান আসছে এইচটিএমএল ৫-এ এই বক্তব্যর পর থেকেই নেট দুনিয়াতে থেকে বিদায় নেয়ার প্রস্তুতি নিতে শুরু করে অ্যাডোবি।

বিশ্বের বিভিন্ন দেশে টিকাদান কর্মসূচি 

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: মাশরাফিকে ছাড়াই প্রাথমিক দল ঘোষণা

বাংলাদেশের অপেক্ষা বাড়ছে কী ?

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, সমর্থন বন্ধ করলেও ১২ জানুয়ারি পর্যন্ত ফ্ল্যাশ কনটেন্ট আটকাবে না অ্যাডোবি। তবে, সফটওয়্যার সমর্থন বন্ধ হওয়ার পরের দিন থেকেই ফ্ল্যাশ কনটেন্ট আটকে দিচ্ছে মূল ব্রাউজারগুলো।

আর বেশিরভাগ উইন্ডোজ সংস্করণেই এই কনটেন্ট বন্ধ করবে মাইক্রোসফট।

অ্যাডোবি ফ্ল্যাশ সফটওয়্যারকে বিদায় জানালেও ওয়েবের অনেক ঐতিহাসিক নিদর্শনে এর ছাপ থেকে যাবে।

ফ্ল্যাশ গেইম এবং অ্যানিমেশনগুলো মজুদ থাকবে ইন্টারনেট আর্কাইভে। এর মধ্যে ‘পিনাট বাটার জেলি টাইম’-এর মতো জনপ্রিয় গেইমও থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ।

 

news24bd.tv/আলী