নিম্নআয়ের মানুষদের ভরসা ভাসমান শীতবস্ত্রের দোকান
উপকূলীয় জেলায় তীব্র শীত

নিম্নআয়ের মানুষদের ভরসা ভাসমান শীতবস্ত্রের দোকান

Other

 পিরোজপুরে গত কয়েকদিনে জেঁকে বসেছে শীত। আর এই শীতকে সামনে রেখে চলছে গরম পোশাক কেনার ব্যস্ততা।  

পিরোজপুরে শীত নিবারণে উচ্চ আয়ের মানুষ বিভিন্ন নামি-দামি শপিং মল থেকে বিভিন্ন রকমের গরম কাপড় কিনতে পারলেও নিম্নআয়ের মানুষের একমাত্র ভরসা হকারদের বিক্রি করা গরম কাপড়।

পিরোজপুর পৌরসভার ডাকঘর রোডের সংলগ্নে গড়ে ওঠা ভাসমান শীতের কাপড়ের দোকানগুলো মূলত গরিবের শীতের মার্কেট বা ডিস্ট্রিক্ট প্লাজা হিসেবে পরিচিত।

তীব্র শীত ইতিমধ্যে পড়তে শুরু করেছে। তাই জমে উঠেছে গরিবের শীতের মার্কেটগুলো। ব্যবসায়ীদের ব্যবসাও চলছে সকাল থেকে রাত পর্যন্ত। নিম্ন আয়ের ক্রেতারা দাম কম পেতে ভিড় জমাচ্ছেন রাস্তার পাশে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে গড়ে উঠা দোকানগুলোতে।

নাম ঘোষণাকে কেন্দ্র করে ছাত্রলীগের চেয়ার ভাংচুর ও ধস্তাধস্তি

অ্যাডোব ফ্ল্যাশের বিদায়

ক্রেতারা জানান, এখানে মূলত নিম্নআয়ের লোকজন কাপড় কিনে থাকেন। কিন্তু বর্তমানে উচ্চ আয় ও মাঝারি আয়ের লোকজনকেও কাপড় কিনতে দেখা যায়। ব্যবসায়ীরা শুধু শীতকে সামনে রেখে কাপড় কেনাবেচা করে থাকেন।  

আর ব্যবসায়ীরা জানান, শীতকে সামনে রেখে এখানকার ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। মার্কেটগুলোতে ১০০ টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত শীতের কাপড় বিক্রি করা হচ্ছে। প্রতিদিন প্রতিটি দোকানে চার থেকে পাঁচ হাজার টাকার বিক্রি হচ্ছে।

news24bd.tv/নকিব