নারায়ণগঞ্জে নতুন ডিসির দায়িত্ব গ্রহণ

নারায়ণগঞ্জে নতুন ডিসির দায়িত্ব গ্রহণ

অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মোস্তাইন বিল্লাহ। সোমবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় সদ্য বিদায়ী জেলা প্রশাসক জসিম উদ্দিন তাঁকে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব অর্পণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সেলিম রেজা।
 
মুস্তাইন বিল্লাহ ২১ তম বিসিএস কর্মকর্তা।
২০১৯ সালের ২৩ জুন বরগুনায় জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন তিনি। বরগুনার জেলা প্রশাসক হওয়ার আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপপরিচালক ছিলেন। তিনি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলীর ছেলে।

যুদ্ধজাহাজ ফিরিয়ে নিচ্ছে না যুক্তরাষ্ট্র, আতঙ্কে ইরান

উপবৃত্তির টাকা তুলতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রী 

মরদেহ পোড়ানোকালে হঠাৎ ভেঙ্গে পড়ল ছাদ, নিহত ১৯

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ে মো. জসিম উদ্দিনকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয় এবং সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
পরিশেষে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান।
২০১৯ সালের ২৪ জুন থেকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে মো. জসিম উদ্দিন দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁকে বদলি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব পদে নিযুক্ত করা হয়েছে। তিনি ২০তম বিসিএস কর্মকর্তা।
 
news24bd.tv / কামরুল