প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
অক্ষয়ের ব্যাংক অ্যাকাউন্টের প্রতি লোভ অনিল কাপুরের
অনলাইন ডেস্ক
অক্ষয় কুমারের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতে চাই। হ্যাঁ ঠিক এভাবেই কথাটি বলেছেন মিস্টার ইন্ডিয়া। অনিল কাপুরের এমন কথা শুনে চমকে উঠছেন নিশ্চয়।
তবে স্বস্তির খবর হলো কথাটি মজার ছলে বলেছেন তিনি। বিষয়টি তাহলে খোলাসা করা যাক। ‘একে ভার্সেস একে’ ছবির প্রচারের জন্য কপিল শার্মার শো-তে হাজির হয়েছিলেন অভিনেতা অনিল কাপুর।
সেখানে কপিল তাঁকে কয়েকটি কল্পিত পরিস্থিতির ভিত্তিতে প্রশ্ন করেন। অনিল কাপুর রসিকতা করে জানান, তিনি অক্ষয় কুমারের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতে চান। আর অমিতাভ বচ্চনের জামাকাপড়ের গোটা আলমারিটি চুরি করে নিতে চান।
রাবেয়া খাতুনের মৃত্যুতে সাহিত্যের ক্ষতি হলো: ফরিদা ইয়াসমিন
পলিপ সম্পর্কে সচেতন থাকুন, বিপদের আগেই সাবধান হোন
রাজধানীর যে সব এলাকায় কাল গ্যাস থাকবে না
জামাকাপড় প্রসঙ্গে অনিল কাপুর জানান, চেম্বুরে থাকাকালীন পুরনো জামাকাপড়ের বিনিময়ে বাসনকোসন কিনতেন তিনি।
সব মিলিয়ে জমে উঠেছিল কপিল শার্মার শো। অনিল কাপুরের জীবনের বেশ কিছু মুহূর্তের কথা জানতে পারলেন দর্শকেরা। সূত্র: আনন্দবাজার পত্রিকা
news24bd.tv নাজিম
পরবর্তী খবর
মন্তব্য