‘পারস্য উপসাগরে আমেরিকাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে’

‘পারস্য উপসাগরে আমেরিকাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে’

অনলাইন ডেস্ক

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদে বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে আমেরিকা যেসব দুষ্টুমিপূর্ণ তৎপরতা চালাচ্ছে তা অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তেহরান।

সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন রাখবে বলে সিদ্ধান্ত ঘোষণা করার একদিন পর ইরানের এই মুখপাত্র এসব কথা বললেন।

সাঈদ খাতিবযাদে বলেন, “আমেরিকার নানা পদক্ষেপ ও তৎপরতা এবং কিছু আগ্রাসি কর্মকাণ্ড আমাদের নজরের বাইরে নেই।

আমাদের গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা এবং সামরিক সংস্থাগুলো আমেরিকার সমস্ত পদক্ষেপ সম্পর্কে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল। ”


আরও পড়ুন: জাহ্নবী-কার্তিক একান্ত সময় কাটাচ্ছেন গোয়ায়


গতকাল আমেরিকার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার মিলার নির্দেশ দিয়েছেন যে, পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস মোতায়েন থাকবে। তিনি দাবি করেন, ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হুমকি মোকাবেলার জন্য এই ব্যবস্থা নিচ্ছে পেন্টাগন।

news24bd.tv আহমেদ