স্ত্রী জরিনাকে হত্যার দায়ে স্বামী-সতীনের ফাঁসির আদেশ
অনলাইন ডেস্ক
মেহেরপুরে স্ত্রী জরিনা খাতুনকে হত্যার দায়ে স্বামী সাইদুল ইসলাম ও তার প্রথম স্ত্রী জমেলা খাতুনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ আদেশ দেন।
ফাঁসিতে দণ্ডিত সাইদুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার ইচাখালী গ্রামের নবীর উদ্দিনের ছেলে এবং জমেলা খাতুন সাইদুল ইসলামের প্রথম স্ত্রী। নিহত জরিনা খাতুন সাইদুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। ফাঁসির দণ্ডাদেশের স্বামী-স্ত্রী দু‘জনই পলাতক রয়েছেন।
আরও পড়ুন:
রাজধানীর যে সব এলাকায় কাল গ্যাস থাকবে না
এরফান সেলিমকে অব্যাহতি দিয়ে রিপোর্ট জমা
বিয়ের ৭০ দিনে সন্তান প্রসব, দুপুরে তালাকের পর রাতেই প্রেমিকের সঙ্গে বিয়ে
মামলার বিবরণে জানা গেছে- ২০১০ সালের ৩১ জানুয়ারি জরিনা খাতুন নিখোঁজ হন। ৬ ফেব্রুয়ারি বিকালে উপজেলার যাদবপুর গ্রামের মাঠে মাটি খুঁড়ে কুকুরের দল লাশ টানাহেঁচড়া করছিল। এলাকাবাসী লাশ নিয়ে কুকুরের মচ্ছব দেখে পুলিশে খবর দেন।
পুলিশ লাশ উদ্ধারের পর নিখোঁজ জরিনার লাশ বলে শনাক্ত করে। জরিনার বোন ফেরদৌসী খাতুন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় দণ্ডবিধির ৩০২, ২০১, ৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৭৪/২০১০। জি আর কেস নং ৪৫/২০১০। পুলিশ তাদের আটক করে জেলহাজতে প্রেরণ করে।
news24bd.tv / কামরুল
পরবর্তী খবর
মন্তব্য