আবারও খুলে গেল সৌদি সীমান্তঃ ফ্লাইটের ভিড়

আবারও খুলে গেল সৌদি সীমান্তঃ ফ্লাইটের ভিড়

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসের কারণে দু’সপ্তাহ বন্ধ থাকার পর আবার খুলে গেল সৌদি সীমান্ত।

রোববার রাজ্যটি তার সর্বশেষ ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরে সৌদি এবং বিদেশে আটকে থাকা প্রবাসীরা ফ্লাইট বুকিংয়ের জন্য ভিড় জমান বুকিং সাইট ও এজেন্সীগুলোতে।  

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরণ আবিষ্কারের পর সৌদিতে দুই সপ্তাহের জন্য বাইরের দেশের সাথে যোগাযোগ স্থগিত করা হয়। পরবর্তীতে গত রবিবার সকালে আবার ভ্রমণ শুরু হয়।


সময় মতো ভ্যাকসিন পাবে বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী

বুধবার হাসপাতাল ছাড়ছেন সৌরভ


তবে যেসব দেশে ভাইরাসটির নতুন রূপ শনাক্ত হয়েছে, সেখানে থেকে আগত প্রবাসীদের সৌদিতে প্রবেশের আগে কমপক্ষে ১৪ দিন সে দেশের বাইরে থাকতে হবে এবং সেইসাথে পিসিআর টেস্ট করাতে হবে।

নতুন এই নিয়মের কারণেই বিপাকে পড়েছেন অনেক সৌদি প্রবাসী। ফলে স্বল্প সময়ে ফ্লাইটগুলোতে তাদের ভীড় দেখা যায়।

news24bd.tv নকিব হাসান