কাতারের সঙ্গে সব ধরনের সীমান্ত খুলে দিচ্ছে সৌদি আরব

কাতারের সঙ্গে সব ধরনের সীমান্ত খুলে দিচ্ছে সৌদি আরব

Other

কাতারের সঙ্গে আকাশ, স্থল ও নৌ সীমান্ত খুলে দিচ্ছে সৌদি আরব। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কাতারের ওপর সৌদি ও তার মিত্র রাষ্ট্রগুলো আরোপিত নিষেধাজ্ঞা সরিয়ে নেয়ার পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান কুয়েতি পররাষ্ট্রমন্ত্রী আহমাদ নাসের আল-সাবাহ।

সোমবার (৪ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে আল-সাবাহ বলেন, ‘কুয়েতের আমির শেখ নওয়াফের প্রস্তাবে সম্মত হয়ে সৌদি আরব ও কাতারের মধ্যবর্তী আকাশ, স্থল এবং সমুদ্র সীমান্তগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।


আরও পড়ুন: সোলাইমানি হত্যার প্রতিবাদ জানিয়ে স্পিকারের চিঠি


এর আগে, সন্ত্রাসবাদে সমর্থন ও ইরান ঘনিষ্ঠতার অভিযোগ এনে ২০১৭ সালের জুনে কাতারের ওপর বিভিন্ন অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর। সেইসঙ্গে বন্ধ করে দেয়া হয় সব ধরনের সীমান্ত।

তবে তাদের এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে কাতার। তাদের দাবি, এসব অভিযোগের কোনো ‘ন্যায্য ভিত্তি’ নেই।

বিষয়টি নিয়ে কাতার এবং সৌদিসহ অন্যান্য বিবাদমান রাষ্ট্রগুলোর ভেতর মধ্যস্থতা করে আসছে কুয়েত।

news24bd.tv আহমেদ