সৌরভকে দেখলেন দেবী শেঠি, মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা

সৌরভকে দেখলেন দেবী শেঠি, মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা

অনলাইন ডেস্ক

এখন অনেকটাই ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার হাসপাতাল থেকে ছুটি দেয়া হবে তাকে। বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির সঙ্গে আলোচনা হয়েছে দক্ষিণ কলকাতার আলিপুরের হাসপাতালের মেডিকেল বোর্ডের।

সৌরভকে হাসপাতাল থেকে ছাড়া হলেও বাড়িতে চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবেন তিনি।

তবে আবার চিকিৎসার জন্য হাসপাতালে ফিরতে হতে পারে ভারতীয় ক্রিকেটের সাবেক এই রাজপুত্রকে।


আরও পড়ুন: নাইকো দুর্নীতি: খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল


এরইমধ্যে সৌরভের ডান দিকের ধমনীতে একটি স্টেন্ট বসানো হয়েছে। বাঁ দিকের ধমনীতেও দু’টি ‘ব্লকেজ’ রয়েছে। সেখানেও দু’টি স্টেন্ট বসানো হবে বলে জানা গেছে।

দেশ-বিদেশের হৃদরোগ চিকিৎসকরা মনে করছেন সৌরভের অন্য দু’টি ধমনীতে অ্যাঞ্জিয়োপ্লাস্টিই করতে হবে। তবে এখন বাইপাস-এর প্রয়োজন নেই বলে মনে করছেন চিকিৎসকেরা।

এ দিকে, সৌরভকে দেখার জন্য ভিড় উপচে পড়ছে আলিপুরের হাসপাতালে। অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই চলে আসা দর্শনার্থীদের জন্য হাসপাতালের একতলায় খোলা হয়েছে ‘সৌরভ গঙ্গোপাধ্যায় লাউঞ্জ’।

news24bd.tv আহমেদ