দেখতে মোটা লাগতো বলে কথা শুনতে হয়েছে কারিনাকে

দেখতে মোটা লাগতো বলে কথা শুনতে হয়েছে কারিনাকে

অনলাইন ডেস্ক

বলিউডের স্বজনপ্রীতির কথাটা কারোরই অজানা নয়। অনেক বড় তারকাদের ছেলেমেয়েরা খুব সহজেই পা রাখতে পারেন বড় পর্দার মঞ্চে।

বলিউডে এমন অনেক তারকা রয়েছেন, যাঁদের ছেলেমেয়েরা বড় পর্দায় খুব সহজে পা রেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে পারেননি।

তবে বড় পর্দার দরজা খোলা তাদের জন্য সহজ হলেও, সে দরজা খুলে রাখাটা ইন্ডাস্ট্রির বাইরের মানুষদের মতই কঠিন। সম্প্রতি এমনটাই জানিয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান।  

কাপুর পরিবারের মেয়ে হলেও তার বলিউডের যাত্রা যে খুব মসৃণ ছিল, তা নয়। প্রায় ২১ বছর আগে ছবিতে অভিনয় শুরু করেন তিনি।

প্রথম ছবি ছিলো জেপি দত্তের 'রিফিউজি'। অভিনয় প্রশংসিত হলেও করিনাকে কথা শুনতে হয়েছে তার গ্ল্যামার নিয়ে।

অনেকের কাছ থেকেই তাকে শুনতে হয়েছে ‘‘ক্যামেরার সামনে অভিনয় ভাল। কিন্তু দেখতে তো মোটা লাগছে। গ্ল্যামারাস চরিত্রে কি আদৌ মানাবে?’’ চেহারা নিয়েও একাধিক কথা শুনতে হয়েছে তাকে।


গরুর মাংস থেকে ‘হালাল’ শব্দ বাদ দিল ভারত

দাদার দাদাগিরি চলবে


'চামেলি' ছবির কাস্টিংয়ের সময়ও একই পরিস্থিতিতে পড়েন করিনাকে। এ রকম গ্ল্যামারাস চরিত্রে তাকে মানাবে না বলেছিলেন অনেকেই। তবে রাহুল বসু ও করিনা অভিনীত ছবিটি খুবই প্রশংসা পেয়েছিল সমালোচকদের কাছ থেকে। বিশেষ করে করিনাকে দেখে স্তম্ভিত হয়েছিলেন তাঁরা।

একই ঘটনা ঘটেছিল 'ওমকারা' ছবিতেও। "সেই ছবিতে দুর্দান্ত অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছিলেন। সেখানে আমার অভিনয় নিয়েও কথা বলা হয়েছিল। সেটাই আমার বড় পাওনা। আমি তো অভিনয় করতে এসেছিলাম। অন্য কিছু না। "

news24bd.tv নকিব হাসান