করোনায় আক্রান্ত জাপানি শীর্ষস্থানীয় সুমো কুস্তিগীর

করোনায় আক্রান্ত জাপানি শীর্ষস্থানীয় সুমো কুস্তিগীর

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জাপানের শীর্ষস্থানীয় সুমো কুস্তিগীর হাকুহো।

জাপান সুমো অ্যাসোসিয়েশন জানায়, ঘ্রাণশক্তি হারানোর পর মঙ্গোলীয় বংশোদ্ভূত এই জাপানী সুমো রেসলার কোভিড-১৯ টেস্ট করান। সেখানে তার করোনা পজিটিভ ধরা পড়ে।


ট্রাম্পের হুমকির জবাব দিলেন জর্জিয়ার শীর্ষ নির্বাচন কর্মকর্তা

আবারও ইউরেনিয়ামের মজুত বাড়াচ্ছে ইরান


করোনার প্রাদুর্ভাব সত্ত্বেও জাপানে সুমো কুস্তি চালু রয়েছে।

হাকুহো আগামী শনিবার টোকিওতে শুরু হতে যাওয়া 'নিউ ইয়ার গ্রান্ড সুমো টুর্নামেন্ট' এ অংশগ্রহনের প্রস্তুতি নিচ্ছিলেন।

জাপানের টোকিও ও তার আশেপাশে জরুরী অবস্থা ঘোষণার পরপরই এমন একটি সংবাদ এলো। আশেপাশের কয়েকটি দেশে করোনার নতুন ধরণ ছড়িয়ে পড়ার পরও জাপানের অবস্থা শিথীল ছিলো।

news24bd.tv নকিব হাসান