দক্ষিণ কোরিয়ায় শিশু ধর্ষকের মুক্তিতে বিক্ষোভ

দক্ষিণ কোরিয়ায় শিশু ধর্ষকের মুক্তিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

শিশু ধর্ষণের অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর ১২ বছর সাজাভোগের পর মুক্তি পাওয়ায় দক্ষিণ কোরিয়ার আইনী ব্যবস্থাকে ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।

১২ বছর আগে সিউলের আনসানে স্কুলে যাওয়ার পথে মাত্র আট বছর বয়সী এক মেয়েকে অপহরণ করে স্থানীয় চার্চে নিয়ে নির্মমভাবে প্রহার ও ধর্ষণ করে। মেয়েটি বেঁচে ফিরলেও শারীরিক ও মানসিক ধকল কাটিয়ে উঠতে পারে নি।


করোনায় আক্রান্ত জাপানি শীর্ষস্থানীয় সুমো কুস্তিগীর

ট্রাম্পের হুমকির জবাব দিলেন জর্জিয়ার শীর্ষ নির্বাচন কর্মকর্তা


 

এখন ধর্ষককে তার ধর্ষকে তার আগের জায়গাতেই ফিরিয়ে আনা হচ্ছে।

ফলে মেয়েটি ও তার পরিবারের জন্য নিজেদের বাড়ি ছাড়া হওয়ার মত পরিস্থিতি তৈরি হয়েছে।

মুক্তির পরের দিনই মেয়েটির বাবা জানায়, "আমরা পালাতে চাইনি, তবে এছাড়া আর কোন উপায় ছিল না। সরকার কিছুই করেনি, বরং ভুক্তভোগীকে আত্মগোপনে বাধ্য করেছে। "

তিনি আরও বলেন, মেয়েটি এই এলাকা ছাড়তে চাচ্ছে না।

এখানে তার অনেক বন্ধু আছে। তাছাড়া তারা পরিবারের পরিচয় ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা করছেন। কিন্তু এখন এছাড়া আর কোন উপায় নেই।

এই ঘটনায় দক্ষিণ কোরিয়ার বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ৬ লাখের বেশি লোক সেই ধর্ষকে পুনরায় বিচারের দাবিতে অনলাইন পিটিশনে সাক্ষর করে। তবে দক্ষিণ কোরিয়া সরকার এই দাবি প্রত্যাখ্যান করেছে।

news24bd.tv নকিব হাসান