ঠাকুরপাড়া তাণ্ডব : ৪৪ আসামি কারাগারে

ঠাকুরপাড়া তাণ্ডব : ৪৪ আসামি কারাগারে

Other

রংপুরে হিন্দু অধ্যুষিত ঠাকুরপাড়ায় হামলা চালিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়াসহ মালামাল লুট ও তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলায় ৪৪ জন আসামি আজ মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

‘সুন্দর ছেলে দেখা আমার নৈতিক দায়িত্ব’  

দিলজিৎকে নিয়ে ভাবেন কঙ্গনা, চাকরি দিতে চাইলেন অভিনেতা

যৌনতাই নাকি ইলিয়েনার তারুণ্যের গোপন রহস্য

রাত জেগে যা ক্ষতি করছেন নিজের

রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোয়েবুর রহমান দুপুরে এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাওছার হোসেন জানান, এর আগে ৪৪ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে। শুনানিশেষে আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে কঠোর পুলিশি পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ১০ নভেম্বর ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে হিন্দুপল্লী ঠাকুরপাড়ায় হামলা চালিয়ে অর্ধশতাধিক বাড়িঘরে অগ্নিসংযোগ ও মালামাল লুট করা হয়। এ ঘটনায় রংপুরের গঙ্গাচড়া থানায় একটি মামলা হয়। পরে পুলিশ তদন্ত করে ২৬৮ জনের নামে চার্জশিট দাখিল করে।

আদালত চার্জশিট গ্রহণ করে আসামিদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

news24bd.tv/আলী