বৌভাতের অনুষ্ঠানে মাংস কম দেয়াকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে মারা গেছেন একজন।
মঙ্গলবার বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের দক্ষিণ রাফিয়াদী এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে বরের চাচা আজাহার মীর (৬৫) নিহত হয়েছেন। আহত হয় আরও ৭ জন ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাহিদ-বিন আলম জানান, দক্ষিণ রফিয়াদি গ্রামের মোতাহার মীরের ছেলে সজীব মীর ২ দিন পূর্বে বরিশাল নগরীর কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকার আবুল কালাম হাওলাদারের মেয়ে রুনা বেগমকে বিয়ে করেন। ওইদিন বরযাত্রা অনুষ্ঠানের মাধ্যমে রুনা বেগমকে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি রাফিয়াদী নেয়া হয়।
মঙ্গলবার বরের বাড়িতে বৌভাত অনুষ্ঠানে কনে পক্ষের ৪৮ জন অতিথি অংশগ্রহণ করেন। খাবারের একপর্যায়ে মাংস কম দেয়াকে কেন্দ্র করে অতিথিদের সাথে বর পক্ষের লোকজনের বাদানুবাদ এবং হাতাহাতি হয়। পরবর্তীতে দুই পক্ষের হামলা সংঘর্ষের মধ্যে পড়ে বরের চাচা আজহার মীর আঘাতপ্রাপ্ত হয়ে নিহত হন।
রতন টাটা কেন হাত জোড় করে দাঁড়িয়ে!
সিগারেট খাওয়ার নিয়ে কি বললেন শ্রীলেখা
ইরানের পরমাণু ইস্যুতে মুখ খুললো চীন
লাশ উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
news24bd.tv/আলী