বছরের প্রথম দিকেই শেয়ারবাজারে বড় লাফ, রেকর্ড লেনদেন

বছরের প্রথম দিকেই শেয়ারবাজারে বড় লাফ, রেকর্ড লেনদেন

Other

নতুন বছরের শুরুতেই বাজিমাত করছে দেশের পুঁজিবাজার। দীর্ঘদিন পর ঢাকার বাজারে লেনদেনও ছাড়িয়েছে ২ হাজার কোটির ঘর। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির আইপিও নীতিমালা পরিবর্তনের জন্য আরো চার পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগ বাড়তে পারে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে গুজবে কান না দিয়ে জেনে বুজে বিনিয়োগ করতে হবে সাধারণ বিনিয়োগকারিদের।

বিদায় নিয়েছে করোনা মহামারির বছর ২০২০ সাল। নতুন বছরের শুরু থেকেই মিলছে অর্থনীতি বেগবান হওয়ার পূর্বাভাস। পুঁজিবাজারে যেন ছোয়া। ২০২১ এর শুরুর তিন কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইর প্রধান সূচক বেড়েছে ২০৭ পয়েন্ট।

সেই সাথে খরা কেটেছে লেনদেনের।  

বাজারে নতুন কোম্পানি তালিকাভুক্তি নিয়ে দীর্ঘদিনের নীতিমালার পরিবর্তন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি। নতুন নিয়ম অনুযায়ী প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে আবেদন করতে হলে তাদের বিনিয়োগ থাকতে হবে সেকেন্ডারি বাজারে। তার পরিমান কমপক্ষে ২০ হাজার টাকা।

পুঁজিবাজার আইন বিশেষজ্ঞ ব্যরিস্টার এম এ মাসুম বলছেন, এখন সবাই শেয়ারবাজের বিনিয়োগের সুবিধা পাবে।


আরও পড়ুন: ৪০ বছরে মৌলবাদের অর্থনীতির মুনাফা ৩ লাখ কোটি টাকা


বছরের প্রথম তিন কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ২,২২১ কোটি টাকা। ছয় মাস আগেও যা ছিলো মাত্র ১০০ থেকে ১৫০ কোটির ঘরে। ডিএসইর বাজার মূলধন বেড়ে দাড়িয়েছে ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকা। যা ছয় মাস আগে ছিলো ৩ লাখ ১১ হাজার কোটি। তবে এরপরও সাবধানী বিনিয়োগের পরামর্শ দিলেন ডিবিএ-এর সাবেক সভাপতি আহমেদ রশিদ লালী

পুঁজিবাজারে এখন প্রায় ২৪ লাখ বিও হিসেব। নূন্যতম বিনিয়োগ বেধে দেয়ায় কয়েক হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ বাড়তে পারে, প্রত্যাশা বিএসইসি চেয়ারম্যানের শিবলী রুবাইয়াতুল ইসলাম।

এছাড়া সারাদেশে বিনিয়োগ শিক্ষা বাড়াতে নানা উদ্যোগ নেয়ার কথাও জানান কমিশন চেয়ারম্যান।

news24bd.tv আহমেদ