মহৎ ডাক্তার, সাড়ে ৫ কোটি টাকার বিল মাফ করে দিলেন

মহৎ ডাক্তার, সাড়ে ৫ কোটি টাকার বিল মাফ করে দিলেন

অনলাইন ডেস্ক

করোনায় কেউ ভাল নেই। কারও চাকরি চলে গেছে কেউ আবার সঞ্চয় হারিয়ে নিঃস্ব। হাসপাতালে ২০০ রোগীর সাড়ে পাঁচ কোটি টাকার বিল মওকুফ করে দিয়েছেন পাকিস্তানি বংশদ্ভূত মার্কিন চিকিৎসক ডা. ওমর আতিক। এমন মহৎ কাজের জন্য প্রশংসা কুড়াচ্ছেন গোটা বিশ্বের।

যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যবাসী তাকে হিরোর তকমা দিয়ে সম্মাননা জানানোর সিদ্ধান্ত নিয়েছে। চিকিৎসক ওমর বুঝতে পেরেছিলেন, করোনার কারণে চিকিৎসা ব্যায় মেটাতে পারছে না রোগীরা।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, স্ত্রীর সঙ্গে পরামর্শ করে এই বিপুল পরিমাণ অর্থ মওকুফের সিদ্ধান্ত নেন তিনি। তবে তার এই সিদ্ধান্তের জন্য অন্যদের উপকার হলেও তাকে গুনতে হয়েছে বড় ধরণের মাশুল।

যুক্তরাষ্ট্রে ৩০ বছর ধরে চালানো ক্লিনিকটি অর্থাভাবে বন্ধ হয়ে গেছে।


আরও পড়ুন: ২৪ ঘণ্টায় প্রায় দেড় কোটি হোয়াটসঅ্যাপ কল


পাকিস্তানি বংশোদ্ভূত ডা. আতিক ১৯৯১ সালে পাইন ব্লাফ শহরে আরকানসাস ক্যানসার ক্লিনিক প্রতিষ্ঠা করেন। ক্লিনিকে কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপির মতো চিকিৎসা দেয়া হয়।

ডা. আতিক - লিটল রকের ইউনিভার্সিটি অব আরকানসাস ফর মেডিকেল সায়েন্সেসে একজন অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

news24bd.tv আহমেদ