যুক্তরাষ্ট্রের আকাশে ইউএফও?

যুক্তরাষ্ট্রের আকাশে ইউএফও?

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে জল্পনা ছড়াল এলিয়েনদের যান ইউএফও। ওহুর দ্বীপপুঞ্জের বাসিন্দারা দাবি করেন, গত সপ্তাহে সমুদ্রের ওপরের আকাশে কটি রহস্যজনক নীল বস্তু দেখতে পেয়েছেন। সন্ধ্যার আকাশে এই দৃশ্য দেখে অনেকেই বিস্মিত হয়ে পড়েন।

হাওয়াই নিউজ নাউয়ের খবরে বলা হয়েছে, ওই অজ্ঞাতবস্তুটিকে দেখার পরে অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে জরুরি ফোন নম্বরে ফোন করে বস্তুটির ব্যাপারে জানতে চান।


প্রতিশ্রুতি অনুযায়ীই ভারত থেকে টিকা পাবে বাংলাদেশ

এবার 'কুমারিত্ব পরীক্ষা' নিষিদ্ধ করল পাকিস্তান


প্রত্যক্ষদর্শীদের অনেকেই আকাশে এই নীল বস্তু ধীরে ধীরে সমুদ্রে মিশে গেছে বলে জানিয়েছেন। কেউ কেউ আবার এটিকে বলছে এলিয়েন বা ইউএফও, আবার কেউ কেউ বলেছেন এটি এলইডি ঘুড়িও হতে পারে।

তবে, এফএএর কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ওই সময় কোনও বিমান দুর্ঘটনা ঘটেনি।

news24bd.tv নকিব হাসান