এলো ‘কেজিএফ : চ্যাপ্টার টু’র নতুন লুক

এলো ‘কেজিএফ : চ্যাপ্টার টু’র নতুন লুক

অনলাইন ডেস্ক

কন্নড় সুপারস্টার ইয়াশের ভক্তদের জন্য সুখবর। কেজিএফ পরিচালক প্রশান্ত নীল গতকাল ইয়াশের একটি নতুন ছবি পোষ্ট করে লিখেছেন ,নতুন রাজ্যের দরজা খোলার ক্ষণগণনা শুরু! 

কেজিএফ পরিচালক কোন সে রাজ্যর কথা বলেছেন? নেটিজেনরা গতকাল থেকেই আছেন এই প্রশ্ন নিয়ে! এদিকে সব প্রশ্নের উওর মিলবে আগামী ৮ই জানুয়ারি এমন কথাও জানিয়ে রেখেছেন টিম কেজিএফ। সে দিনই উন্মুক্ত হবে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ টিজার। কারণ নায়ক ইয়াশেরও জন্মদিন যে এই ৮ তারিখেই! এ বছরই মুক্তি পাবে সিনেমাটি।

এদিকে ব্লকবাস্টার ‘কেজিএফ’ সিনেমার দ্বিতীয় কিস্তি ‘কেজিএফ : চ্যাপ্টার টু’র শুট প্রায় শেষ। আর মাত্র এক সিক্যুয়েন্সের শুট হলেই সব শিডিউলের কাজ শেষ হবে। আশা করা হচ্ছে, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই শেষ শিডিউলের শুট হবে।

ফুল বিক্রেতা কিশোরীকে ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণ!

এবার 'কুমারিত্ব পরীক্ষা' নিষিদ্ধ করল পাকিস্তান

কাজ নষ্ট করে দেওয়ার জন্য একজনই যথেষ্ট

বন্দুকের ট্রিগারে ইরানি সেনাদের আঙুল : ইরান

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকম এ খবর জানিয়েছে।

করোনা মহামারির কারণে এ সিনেমার শুট বন্ধ হয়ে গিয়েছিল। তবে গত অক্টোবর থেকে ইয়াশ ও তাঁর টিম শুট শুরু করেন।

সে দারিদ্র্যের মধ্যে জন্মগ্রহণ করেছিল এবং ১৯৬০-এর দশকে বোম্বে (বর্তমানে মুম্বাই) এসেছিল তার মৃত মায়ের কথা অনুযায়ী ক্ষমতা এবং সম্পদের অধীকারী হতে। সেখানে সোনার মাফিয়ার সঙ্গে জড়িত হয়ে পড়ে এরপর সে কোলার গোল্ড ফিল্ডের অত্যাচারী উত্তরাধিকারী গরুড়া’কে হত্যা করার জন্য নিযুক্ত হয়।

'রকি' হিসাবে যশ এবং গরুড়া হিসেবে রামচন্দ্র রাজু অভিনয় করেন। অনন্ত নাগ চলচ্চিত্র বর্ণনা পাশাপাশি শ্রীনদি শেঠি, ভাসিষত এন সিমা, আয়্যাপ্পা পি শর্মা ও হরিশ রায়ের সঙ্গে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। ৬৬তম জাতীয় চলচ্চিত্র অ্যাওয়ার্ডে, চলচ্চিত্রটি সেরা অ্যাকশন এবং সেরা স্পেশাল ইফেক্টের জন্য ২টি পুরস্কার জিতেছে।

‘কেজিএফ : চ্যাপ্টার টু’তে ইয়াশের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন বলিউড তারকা সঞ্জয় দত্ত ও রাভিনা ট্যান্ডন।

২০১৮ সালে প্রশান্ত নীল দ্বারা লিখিত ও পরিচালিত এবং বিজয়ী কিরাগাঁদুরের হম্বালের ফিল্মস বেনারে অধীনে ভারতীয় কন্নড়-ভাষায় নির্মিত হয় কেজিএফ: চ্যাপ্টার ওয়ান। ছবিটি কৃষ্ণপ্পা বেয়ার 'রকি' কে নিয়ে গঠিত।

news24bd.tv/আলী