৩৬০০ কোটি টাকা পাচার: পি কে হালদারকে ফেরাতে ইন্টারপোলের রেড অ্যালার্ট

৩৬০০ কোটি টাকা পাচার: পি কে হালদারকে ফেরাতে ইন্টারপোলের রেড অ্যালার্ট

অনলাইন ডেস্ক

৩৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে লাপাত্তা পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনতে রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারপোল। বুধবার (৬ জানুয়ারি) এই রেড অ্যালার্ট জারি করা হয়।

এদিকে পি কে হালদারের সাত সহযোগীকে তলব করেছে দুদক। অর্থ আত্মসাৎ ও সম্পদ অর্জনে সহযোগিতা করায় তাদের তলব করা হয়েছে।

৩ হাজার ৬০০ কোটি টাকা নিয়ে চম্পট দেওয়া পি কে হালদারের সহযোগীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার পর পি কে হালদারের পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান ও সাবেক পরিচালক আরেফিন সামসুল আলামিনসহ সাতজনকে তলব করে দুদক।

আগামী ১১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি তাদের দুদকে হাজির হতে বলা হয়।

দুই লাইনে দুই ট্রেন, ধাক্কায় প্রাণ গেল দুজনের

‘এশিয়া অঞ্চলের বড় উৎপাদন হাব হিসেবে গড়ে উঠতে পারে বাংলাদেশ’

এছাড়া ন্যাচার এন্টারপ্রাইজ ও এমটিবি মেরিন লিমিটেডের মালিক নওশের উল ইসলাম ও তার স্ত্রী মমতাজ বেগম এবং এমটিবি মেরিন লিমিটেডের মালিক সনজিব কুমার হাওলাদার, অপর মালিক বাসুদেব ব্যানার্জি, ন্যাচার এন্টারপ্রাইজের মালিক পাপিয়া ব্যানার্জি রয়েছেন।

দুদক সচিব ড. মু আনোয়ার হোসেন হাওলাদার বলেন, কীভাবে অর্থ লোপাট হয়েছে এবং পাচার হয়েছে তা খুঁজতেই পিকে’র সহযোগী ও সংশ্লিষ্টদের তলব করা হয়।

news24bd.tv তৌহিদ