নীলফামারীর সৈয়দপুরে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত, আহত অন্তত ২ জন
চলন্ত ট্রেনে হঠাৎ আগুনের ফুলকি, বিকট শব্দ
অনলাইন ডেস্ক
চলন্ত ট্রেনে হঠাৎ আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে বিকট শব্দ হয়। পরে ব্যাপক ধোঁয়া সৃষ্টি হয়। বুধবার (৬ জানুয়ারি) রাতে বিমানবন্দর স্টেশন থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা ভাওয়াল এক্সপ্রেসে ১০টা ১৫ মিনিটে গাজীপুরের চাপুলিয়া এলাকায় এ ঘটনায় এ ঘটনা ঘটে।
এতে আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে আসেন বলে জানান জয়দেবপুর স্টেশন মাস্টার মো. শাহজাহান।
৫ মাসে পাঁচ মৃত কিশোরীকে ধর্ষণ করে মুন্না, দেখুন ভিডিও
শতাধিক ছাত্রীকে ধর্ষণ ও শ্লীলতাহানি করে ২২ বছরের ছাত্র!
মৃত নারীদের ধর্ষণ করত ২০ বছরের এই তরুণ!
তিনি জানান, রাত ৯টা ১০মিনিটে বিমানবন্দর স্টেশন থেকে দেওয়ানঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় ভাওয়াল এক্সপ্রেস দুর্ঘটনায় পতিত হয়। জয়দেবপুর ও ভাওয়াল গাজীপুর স্টেশনের মাঝামাঝি চাপুলিয়ায় পৌঁছালে ট্রেনের উপর দিয়ে আগুনের ফুলকি ছড়িয়ে পড়তে দেখা যায়। সেই সাথে ইঞ্জিনে বিকট শব্দ সৃষ্টি হয়।
‘এসময় ট্রেনের চালক দ্রুত থামালে ব্যাপক ধোয়া নির্গত হতে দেখা যায়। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।’
এতে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন আসার পর কাজ শুরু করা হবে বলে জানান তিনি।
news24bd.tv তৌহিদ
পরবর্তী খবর
মন্তব্য