পটকা মাছ খেয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু, তিন মেয়ে হাসপাতালে

পটকা মাছ খেয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু, তিন মেয়ে হাসপাতালে

Other

কিশোরগঞ্জের ইটনায় পটকা মাছ খেয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। একই মাছ খেয়ে তাদের তিন মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আজ বুধবার (৬ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সঞ্চিতা মালাকার (৪৫)।

এর আগে পটকা মাছ খেয়ে গত রাতে ইটনার মৃগা ইউনিয়নের পূর্বপাড়ার নিজ বাড়িতে মারা যান হেমেন্দ্র মালাকার (৫৫)।

হাসপাতালে চিকিৎসাধীন তিনজন হলেন- সীমা মালাকার (১৬), তমা (১৩) ও প্রিমা (৪)। তাদের সবার বাড়ি ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের পূর্বপাড়ায়।

আরও পড়ুন; ‘তিন বোতল ওষুধ খেয়ে বউ আর বাপের বাড়ি যায়নি’

দুই মাস ধরে নিজের মেয়েকে ধর্ষণ, দাদা-দাদিকে বলেও রেহাই পায়নি কিশোরী!

৫ মাসে পাঁচ মৃত কিশোরীকে ধর্ষণ করে মুন্না, দেখুন ভিডিও

পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল মঙ্গলবার রাতে পটকা মাছ খেয়ে পরিবারের ৫ জন অসুস্থ হয় এবং রাতে বাড়িতেই হেমেন্দ্র মালাকার নামে একজন মারা যায়।

পরে আজ সকালে তাদের ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে হেমেন্দ্র মালাকারের স্ত্রী সঞ্চিতা মালাকার মারা যান।

সেখানে চিকিৎসাধীন রয়েছেন তাদের তিন মেয়ে।

news24bd.tv তৌহিদ