পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২৯১ আসনে তৃণমূলে কংগ্রেসের প্রার্থী তালিকা চূড়ান্ত, নন্দীগ্রাম থেকে লড়বেন মমতা ব্যানার্জি
জো বাইডেনের সাথেই আছি : কমলা হ্যারিস
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনের সামনে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার ঘটনায় নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যের সাথে একাত্মতা পোষণ করেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
কমলা হ্যারিস বলেন, "আমি নির্বাচিত রাষ্ট্রপতি জো বাইডেনের সাথে পার্লামেন্টে আমাদের দেশের সরকারী কর্মচারীদের উপর হামলা বন্ধের আহ্বান জানিয়ে যোগ দিচ্ছি। তিনি যেমন বলেছেন, গণতন্ত্রের কাজকে এগিয়ে যেতে দিন।" কিছুক্ষণ আগে ফেসবুকে একটি পোষ্ট দিয়ে এ কথা জানান তিনি।
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে তাণ্ডবের তীব্র প্রতিক্রয়া বিশ্বনেতাদের
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের তাণ্ডব, গোলাগুলি
হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত রাষ্ট্রপতি জো বাইডেন বলেন, “এই বিক্ষোভ একটি বিদ্রোহের সমতুল্য এবং যার এখনই তার অবসান হওয়া উচিত। এই সময় আমাদের গণতন্ত্র এক নজিরবিহীন আক্রমণের মুখে।”
news24bd.tv / nakib
পরবর্তী খবর
মন্তব্য