ঘটনা যুক্তরাষ্ট্রে মন্তব্যের ঝড় বাংলাদেশে

ঘটনা যুক্তরাষ্ট্রে মন্তব্যের ঝড় বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের ঘটনা নিয়ে সকাল থেকেই বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার ঝড় বইছে। মন্তব্য করে ফেসবুকে পোস্ট দিয়েছেন অনেকেই।

সিনিয়র সাংবাদিক সৈয়দ ইসতেয়াক রেজা তার ফেসবুকে লিখেছেন, উন্মাদ ট্রাম্প আর তার সমর্থকরা গুন্ডামী করছে। কিছু করতে পারবে না, কারণ আমেরিকার প্রতিষ্ঠানগুলো এখনও নষ্ট হয়ে যায় নি।

আব্দুন নূর তুষার লিখেছেন, আমাদের মতো গরীবের দেশে ছড়ি ঘুরায়েছো ম‍্যালা। তোমাদের দেশে এতোদিন পরে জমিয়া গিয়াছে খেলা।

কবি সাখাওয়াত টিপু লিখেছেন, ইতিহাস সবকিছু একদিন না একদিন সুদ-আসলে ফিরিয়ে দেয়। থিউরি অব দ্য ডিরাইভ বলে একটা জিনিস আছে।

যে কোনো আগ্রাসননীতির ফলাফল কখনো যে কোনো দেশ বা জনগণের জন্য মঙ্গলজনক নয়! 

সাখাওয়াত টিপু আরও বলেন, অতীত মহামারির ইতিহাস বলে, মানুষের গভীর সংকট গোটা পৃথিবীকে বদলে দিতে পারে। অতীত মহামারির পর ইউরোপকে বদলে দিয়েছেও। আমেরিকার সাম্প্রতিক ব্লাক মুভমেন্ট তার উৎকৃষ্ট উদাহারণ। ব্লাক মুভমেন্ট স্থিমিত হয়েছিল দাস মালিকদের ভাস্কর্য সরানোর ভেতর দিয়ে। আমরাও নতুন পৃথিবীর দেখার অপেক্ষায় আছি! হয়তো সেই পরিবর্তন খুব বেশি দূরে নয়! সাম্য, গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরে আসুক!

news24bd.tv / কামরুল